Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

উপজেলা নির্বাহী অফিসারের বার্তা

চিলমারী উপজেলা বাতায়নে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। 

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী সাহসী, দূরদর্শী ও সম্মোহনী নেতৃত্বে ১৯৭১ সালের নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের বুকে “বাংলাদেশ” নামক রাষ্ট্র আত্ম প্রকাশ করে। বাংলাদেশকে স্বপ্নের “সোনার বাংলা” হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু পরিকল্পনা মাফিক বিশাল কর্মযজ্ঞের সূচনা করেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালো রাতে বুলেটের নির্মম আঘাতে জাতির আলোকবর্তিকা এই মহান নেতা সপরিবারে শহীদ হবার সাথে সাথে স্থবির হয়ে পরে “সোনার বাংলা” গড়ার কর্মযজ্ঞ । বর্তমানে জাতির পিতার স্বপ্নের “সোনার বাংলা” বিনির্মাণে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের অভিযাত্রায় দৃপ্ত পদে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

“সোনার বাংলা” বিনির্মাণে মাঠ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে । মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো উপজেলা প্রশাসন এবং এটি উপজেলা পর্যায়ে সরকারের সকল নির্বাহী কাজ সম্পাদন ও সমন্বয় সাধনের কেন্দ্রবিন্দু। দেশের সাধারণ জনগণের আকাঙ্ক্ষা পূরণে উপজেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে উপজেলা পর্যায়ে গৃহীত সরকারী বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন ও সমন্বয় করে থাকেন। এরই ধারাবাহিকতায় চিলমারী উপজেলা প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সরকারের প্রতিশ্রুত “ভিশন ২০২১”, “ভিশন ২০৪১”, “ডিজিটাল বাংলাদেশ”, SDG এর লক্ষ্যসমূহ পূরণ এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। চিলমারী উপজেলার রাজস্ব আদায় ও ভূমি ব্যবস্থাপনা, নির্বাহী ম্যাজিস্ট্রেসী, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, স্থানীয় সরকার কার্যক্রম, শিক্ষা, পাবলিক পরীক্ষা, স্বাস্থ্যসেবা, জাতীয় ও স্থানীয় নির্বাচন, প্রটোকল, মোবাইল কোর্ট পরিচালনা ইত্যাদি কার্যক্রম সম্পাদনে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। 

“ডিজিটাল বাংলাদেশ” গড়ার ধারাবাহিকতায় নির্ভরযোগ্য এবং তথ্যসমৃদ্ধ চিলমারী উপজেলা পোর্টাল বাস্তবায়ন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সকল কার্যক্রমের সমন্বয় সাধনের সুবিধার্থে একটি সমৃদ্ধ তথ্য ভাণ্ডার এবং যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে চিলমারী উপজেলা পোর্টাল। এর মাধ্যমে যে কোন ব্যক্তি, যে কোন সময়ে, যে কোন স্থান থেকে নির্ভরযোগ্য ও নির্ভুল তথ্য পাবেন। পোর্টালটির মাধ্যমে উপজেলা প্রশাসনের সাথে একদিকে যেমন জনগণের সম্পৃক্ততা এবং জবাবদিহিতা বাড়বে তেমনি বিশ্বব্যাপী সকল স্তরের নাগরিক বিভিন্ন তথ্য ও সমস্যা সরাসরি প্রশাসনকে অবহিত করতে পারবেন এবং প্রতিকার পাবেন। সর্বোপরি যাদের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতায় সমৃদ্ধ ও নির্ভরযোগ্য তথ্য ভান্ডার চিলমারী উপজেলা পোর্টাল বাস্তবায়ন সম্ভব হয়েছে তাদের কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

চিলমারীর সার্বিক উন্নয়নে চিলমারী বাসীর যে কোন মূল্যবান পরামর্শ সাদরে গ্রহণ করা হবে। উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।