Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে চিলমারী

 

এক নজরে চিলমারী উপজেলা-

 

  • নামকরণ:

 

ব্রিটিশ আমল এই অঞ্চলে চিলের উপদ্রব অস্বাভাবিক হয়ে পড়ে। মানুষ চিলের অত্যাচারে অতিষ্ট হয়ে ওঠে। ইংরেজ সেনাদের কাছে খবর পৌঁছালে তারা বন্দুক নিয়ে চিলের সাথে রীতিমত যুদ্ধ ঘোষনা করে। জনতাও আনন্দের সাথে সে যুদ্ধ উপভোগ করতে দলে দলে আসতে থাকে, আর মুখে একটাই রব '''চলো চিল মারি'''। ধারনা করা হয়, এই ঘটনা থেকেই এই এলাকার নাম চিলমারী হয়েছে।

 

অবস্থান ও সাধারণ পরিসংখ্যান

বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। কুড়িগ্রামজেলা ও উলিপুর উপজেলার দক্ষিণে অবস্থিত।

  • আয়তন: ২২৪.৯৭বর্গকিমি
  • সংসদীয় এলাকা: ১টি, কুড়িগ্রাম- ৪(চিলমারী, রৌমারী, রাজিবপুর)
  • পাকারাস্তা: ২৫.৭৬কিমি
  • কাঁচারাস্তা: ১১৩.৯০কিমি
  • রেলওয়ে- ৮কিমি

 

প্রশাসনিক এলাকা

  • উপজেলা পরিষদ-    ১টি
  • ইউনিয়ন পরষিদ-   ৬টি

থানা-   ২টি

  •          ১। চিলমারী মডেল থানা
  •         ২। ঢুষমারা থানা

 

ইউনিয়ন- ৬টি

১। অষ্টমির চর
২। নয়ার হাট
৩। চিলমারী
৪। রমনা
৫। থানাহাট
৬। রানীগঞ্জ

  • মৌজা- ৫৮টি
  • গ্রাম- ১৫৮ টি

জনসংখ্যার উপাত্ত

  • জনসংখ্যা: মোট ১১০৯৬০ জন, পুরুষ- ৫৪০৮৩ জন, মহিলা- ৫৬৮৭৭ জন
  • ভোটার সংখ্যা: মোট ৭৩২২৫ জন, পুরুষ-৩৬৯০৫ জন, মহিলা-৩৬৩২০ জন

 

শিক্ষা

 

এই উপজেলার শিক্ষার হার শতকরা ৫০ভাগ।অন্যান্য পরিসংখ্যান হচ্ছে:

  • কলেজ- ৪টি

১। চিলমারী ডিগ্রী কলেজ

২। চিলমারী ডিগ্রী মহিলা কলেজ

৩। গোলাম হাবীব মহিলা কলেজ

৪। চিলমারী বিজনেস ম্যানেজমেন্ট কলেজ

  • হাইস্কুল-                               ১৩টি
  • মাদ্রাসা-                               ১২টি
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়-       ৫৫টি
  • বেসরকারি প্রাথমিক বিদ্যালয়-    ৩৫টি

অর্থনীতি

  • মোট আবাদী জমির পরিমাণ- ১৫০০৩ একর
  • অথকরী ফসল: ধান, গম, আলু, পাট,বাদাম প্রভৃতি
  • কোন শিল্প প্রতিষ্ঠান নেই

কৃতী ব্যক্তিত্ব

  • মেজর (অব:) আসাফুদৌলা (তাজ) (রাস্ট্রদূত)
  • জনাব মোঃ গোলাম হাবীব দুলাল, প্রাক্তন প্রধান বন সংরক্ষক ও সংসদ সদস্য, ২৮ কুড়িগ্রাম ৪
  • জনাব আঃ আজিজ (পুলিশের সাবেক আই জি)
  • জনাব শওকত আলী সরকার (বীরবিক্রম), চেয়ারম্যান উপজেলা পরিষদ, চিলমারী।

বিবিধ

  • মসজিদ: ২৩৪টি
  • মন্দির: ১৬টি
  • গীর্জা: ১টি

দর্শনীয় স্থান

  • উদুনা-পুদুনার বিল
  • চিলমারী বন্দর। এখানে উত্তরাঞ্চলরে একমাত্র ভাসমান তেল ডিপো অবস্থিত
  • উদুনা-পুদুনার বিল

  • চিলমারী বন্দর

  • ব্রহ্মপুত্র নদ

  • ঊষারাণীর বাড়ি (রাণীগঞ্জ)

  • রাজারঘাট (রাণীগঞ্জ)

  • ভক্তিভিটের ঘাট (কাঁচকোল)

  • চিলমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়

  • বালাবাড়ি হাট রেল স্টেশন, মুক্তিযুদ্ধের একটি যুদ্ধক্ষেত্র।

  • অষ্টমীর মেলা

  • কাঁশবন (বজরা দিয়ারখাতা)

  • জোড়গাছ ঘাট (হাট বাজার)

  • বাহারের ঘাট

  • হরিপুর সুন্দরগঞ্জ সংযোগ সেতু

  • আকালুর ঘাট