Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা শিক্ষা উন্নয়ন তহবিল

চিলমারী উপজেলার চরাঞ্চলসহ অন্য এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা দানের নিমিত্ত উপজেলা প্রশাসন, চিলমারীর উদ্যোগে ২০২ খ্রিষ্টাবে গঠন করা হয়েছে শিক্ষা উন্নয়ন তহবিল, কুড়িগ্রাম। জেলা প্রশাসক, কুড়িগ্রাম জনাব মো রেজাউম করিম স্যারের নির্দেশনা ও  অনুপ্রেরণায় এই তহবিল গঠন করা হয়। 

 

কমিটিঃ

 

কার্যক্রমঃ

 

শিক্ষা বৃত্তি প্রদানের নীতিমালাঃ

 

নির্বাচন কমিটি 

 

 

ব্যাংক একাউন্টঃ

চিলমারী উপজেলা শিক্ষা উন্নয়ন তহবিল 

হিসাব নম্বরঃ ৫২০ ৪৩০ ২০০০ ৯০১

সোনালী ব্যাংক লিমিটেড, চিলমারী শাখা। 

 

যে কোন শিক্ষানুরাগী ব্যক্তি এই একাউন্টে টাকা জমা দিয়ে চিলমারি উপজেলার শিক্ষা খাতে ভূমিকা রাখতে পারবেন। টাকা জমা দিয়ে নিশ্চিত হবার জন্য যোগাযোগ করুনঃ 

ক) ম্যানেজার সোনালী ব্যাংক, চিলমারী শাখা। মোবাইল নম্বর- ০১৭৫৫-৫৮৪৮৫৮ 

অথবা

খ) মাজেদা বেগম, অফিস সহকারী, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, চিলমারী, কুড়িগ্রাম, নম্বর ০১৭৩৬-১৮৯ ৭০০ 

 

শিক্ষা তহবিলে অনুদান প্রসংগে
অনেকের প্রশ্নের জবাবে জানানো যাচ্ছে যে, দেশি বা প্রবাসী চিলমারীবাসী বা অন্য যে কোন ব্যক্তি যাকাত বা অন্য যে কোন তহবিল থেকে চিলমারী_উপজেলা_শিক্ষা_উন্নয়ন_তহবিলে অনুদান প্রদান করতে পারবেন। আপনার অনুদান পৌঁছে যাবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর নিকট। এছাড়া, আপনি যদি এককালীন (এক বছরের বা দুই বছরের) টাকা এই তহবিলে জমা রেখে মাসিক হারে নিয়মিতভাবে নির্ধারিত কোন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করতে চান তাহলেও সেই ব্যবস্থাপনার দায়িত্ব আপনি চিলমারী_উপজেলা_শিক্ষা_উন্নয়ন তহবিল ব্যবস্থাপনা কমিটিকে দিত পারেন। এর জন্য আপনাক কোন ফি দিতে হবেনা। নিয়মিত হারে আপনার নির্ধারিত বৃত্তির টাকা পৌঁছ যাবে সেই শিক্ষার্থীর নিকট।
.
আবার, আপনি যদি এককালীন ১লক্ষ বা দুই লক্ষ বা তার গুণিতক হারে কোন টাকা ব্যাংকে ডিপোজিট রেখে সেই প্রফিট থেকে যে কোন শিক্ষার্থী বা নির্ধারিত কোন শিক্ষার্থী কে বৃত্তি দিতে চান, তাহলেও সেই দায়িত্ব আপনি চিলমারী_শিক্ষা_উন্নয়ন_তহবিল ব্যবস্থাপনা কমিটিকে দিতে পারেন অনায়াসে। আপনার সামান্য অনুদানে পালটে যেতে পারে একজন শিক্ষার্থীর পড়াশোনার জীবন। তার মাধ্যমেই দারিদ্র বিমোচন হবে সেই পরিবারের।