Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

ব্রিটিশ আমল|ব্রিটিশ আমলে]] এই অঞ্চলে চিলের উপদ্রব অস্বাভাবিক হয়ে পড়ে। মানুষ চিলের অত্যাচারে অতিষ্ট হয়ে ওঠে। ইংরেজ সেনাদের কাছে খবর পৌঁছালে তারা বন্দুক নিয়ে চিলের সাথে রীতিমত যুদ্ধ ঘোষনা করে। জনতাও আনন্দের সাথে সে যুদ্ধ উপভোগ করতে দলে দলে আসতে থাকে, আর মুখে একটাই রব '''চলো চিল মারি'''। ধারনা করা হয়, এই ঘটনা থেকেই এই এলাকার নাম চিলমারী হয়েছে।